>
>
>

পিত্তাশয় ক্যান্সার

  পিত্তাশয় ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো অস্পষ্ট তবে এক্ষেত্রে পেটের মাঝখানে বা ডানপাশের উপরিভাগে অবিরাম বা মাঝেমধ্যে হালকা বা প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। পিত্তাশয় ক্যান্সার হতে পারে বলে সন্দেহ হলে দ্রুত পরীক্ষা করাতে হবে।
  

  পিত্তাশয় ক্যান্সার নির্ণয়ের কি কি পরীক্ষা আছে?

  
  ১) আলট্রাসনোগ্রাফিঃ এর সাহায্যে পিত্তাশয়ে টিউমারের আকৃতি সম্পর্কে জানা যায়। এছাড়াও ক্যান্সার টিস্যু আছে কিনা বা লিভারে ক্যান্সার ছড়িয়েছে কিনা তাও জানা যায়।
  
  ২)সি.টি. স্ক্যানঃ আলট্রাসাউন্ড এক্সামিনেশনের পর ক্যান্সার সন্দেহ হলে সি.টি. এক্সামিনেশন করাতে হবে।
  
  ৩) এম.আর.আইঃ লিভারে ক্যান্সার ছড়িয়েছে কিনা তা জানার জন্য এম.আর.আই করাতে হবে, এছাড়াও লক্ষণ হিসেবে জন্ডিস দেখা দিলেও এম.আর.আই করাতে হবে।
  
  ৪) পেট-সি.টি. ঃ এর মাধ্যমে পিত্তাশয়ের টিউমার সম্পর্কে আরও বিস্তারিত জানা যায় এবং পিত্তাশয়ের বাহিরেও ক্যান্সার আছে কিনা তাও সনাক্ত করা যায়।
  
  ৫) ল্যাবরেটোরি এক্সামিনেশনঃ টিউমারের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং টিউমারের সংখ্যা বেড়েছে কিনা তা দেখার জন্য এই পরীক্ষা করা হয়।
  
  পিত্তাশয় ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো তেমন স্পষ্ট না হওয়ায় অনেকক্ষেত্রেই রোগীরা পিত্তাশয়ে পাথর হয়েছে ভেবে ভুল করে। তবে প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেটের উপরিভাগের ডানপাশে ব্যথা, খাবারে অরুচি, পেট ফেঁপে ওঠা, দুর্বলতা, হালকা জ্বর, জন্ডিস ইত্যাদি। যেসব মহিলাদের পূর্বে পিত্তাশয়ে পাথর ছিল তাদের যদি পেটে ব্যথার সাথে অন্যান্য লক্ষণ যেমন জন্ডিস দেখা যায় তাহলে ধরে নিতে হবে যে এটি পিত্তাশয় ক্যান্সার। ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছালে লিভারে পানি জমা ও ক্ষত সৃষ্টি হওয়ার মত নানা জটিলতা দেখা দিতে পারে ফলে অনেক ক্ষেত্রেই রোগীরা একে লিভার ক্যান্সার, অগ্ন্যাশয় ক্যান্সার বা পিত্তনালির ক্যান্সার ভেবে ভুল করেন।
  
  মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর চিকিৎসকরা বলেন যে আলট্রা সাউন্ড এক্সামিনেশনের পর পিত্তাশয়ের প্রাচীরে কোন রকম ক্ষত দেখা গেলে পিত্তাশয় ক্যান্সার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরবর্তী কেমিক্যাল এক্সামিনেশন ও করাতে হবে।
scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত