>
>
>

সফট টিস্যু টিউমার নির্ণয়

  প্রাথমিক পর্যায়ে সফট টিস্যু টিউমারে কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। ম্যালিগন্যান্ট সফট টিস্যু টিউমারে জ্বর, রক্তাল্পতা, ক্ষুধা- মন্দা, ওজন হ্রাসের মত উপসর্গ লক্ষ্য করা যায়। রোগীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে নিম্নলিখিত পরীক্ষার সাহায্যে সফট টিস্যু টিউমার সনাক্ত করা হয়ঃ

সফট টিস্যু ক্যান্সার নির্ণয়

  এক্সরে পরীক্ষা: এক্সরের মাধ্যমে সফট টিস্যু টিউমারের পরিসীমা ও স্বচ্ছতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। স্পষ্ট সীমা বিশিষ্ট টিউমারকে ম্যালিগন্যান্ট সফট টিস্যু টিউমার বলা হয় , যা সিনোভিয়াল সারকোমা, রেবডোমিয়ো সারকোমা এর মধ্যে প্রায়ই দেখা যায়।

  আলট্রাসাউন্ড ইমেজিং পরীক্ষা: এর সাহায্যে টিউমারের পরিধি ও সীমানা ,টিউমার টিস্যুর অভ্যন্তরীণ প্রতিধ্বনি, টিউমারটি প্রাথমিক পর্যায়ে বা ম্যালিগন্যান্ট পর্যায়ের কিনা ইত্যাদি নির্ণয় করা হয়। ম্যালিগন্যান্ট সফট টিস্যু টিউমারের বৈশিষ্ট্য হচ্ছে আকারে বড়, অস্পষ্ট সীমারেখা, এবং অস্পষ্ট প্রতিধ্বনি, যা সাধারণত সিনোভিয়াল সারকোমা, রেবডোমিয়ো সারকোমা এর মধ্যে দেখা যায়। আলট্রাসাউন্ড এর সাহায্যে বৃহদাকার টিউমারের মধ্যে আকু-পাংচার অ্যাস্পিরেশন সাইটোলজি পরীক্ষাও করা হয় ।

  সিটি পরীক্ষা: সাম্প্রতিক সময়ে সিটি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সফট টিস্যু টিউমারের ঘনত্ব এবং অবস্থান সনাক্ত করা হয়।

  এমআরআই পরীক্ষা: এক্সরে এর মাধ্যমে সফট টিস্যু টিউমারের যে সকল বৈশিষ্ট্য নির্ণয় করা সম্ভব হয়না এমআরআই পরীক্ষার মাধ্যমে সেটি করা সম্ভব হয়। এর সাহায্যে সফট টিস্যু টিউমারের অনুদৈর্ঘ্য ছেদ, পরিসীমা স্তর ইত্যাদি সহজে নিরিক্ষন করা হয় , এছাড়া এ পরীক্ষার মাধ্যমে সফট টিস্যু টিউমারের রেট্রোপ্রিটোনিয়ালের পরিষ্কার চিত্র, টিউমার শ্রোণীচক্র, হাড় বা অস্থি মজ্জা ছড়িয়ে পড়েছে কিনা ইত্যাদি নির্ণয় করা হয়।এমআরআই পরীক্ষার ফলাফল এর উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতি পরকল্পনা করা হয়।

  প্যাথলজিক্যাল পরীক্ষাঃ

  সাইটো লজিক্যাল পরীক্ষাঃ এটি একটি সাধারণ , দ্রুত এবং নির্ভুল প্যাথলজিক্যাল পরীক্ষা পদ্ধতি। নিম্ন লিখিত পরিস্থিতিতে এ পরীক্ষা পদ্ধতি সবচেয়ে বেশি উপযুক্তঃ

  a. ক্ষত বিশিষ্ট সফট টিস্যু টিউমারঃ টিউমার ফেটে গেলে সফট টিস্যু থেকে বের হয়ে আসা মলা বা চাঁছনি অর্জন পদ্ধতির মাধ্যমে কোষ নিয়ে ক্যান্সার নিশ্চিতকরণের জন্য আণুবীক্ষণিক পরীক্ষা করা হয়।

  b. সফট টিস্যু টিউমারের ফ্লুরিয়াল তরল: টিস্যু থেকে মলা বা চাঁছনি অর্জন পদ্ধতি পর্যবেক্ষন করা হয়

  c. আকুপাংচার অ্যাসপিরেশন পরীক্ষাঃ যে সকল টিউমার আকারে বড় এবং রেডিয়েশন অথবা কেমোথেরাপি দ্বারা চিকিৎসা করা হয় সে সকল ক্যান্সারের জন্য এ পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়।

  প্রোট্যাকটর বায়োপসিঃ এটি ব্যবহৃত হয় যখন সফট টিস্যু টিউমার ফেটে যায় এবং সাইটো লজিক্যাল পরীক্ষার মাধ্যমে টিউমারের মলা নির্ণয় সম্ভব না হয় তখন এ পরীক্ষা করা হয়ে থাকে।

  ইনসিজিশনাল বায়োপসি: এটি প্রধানত সার্জারীতে ব্যবহৃত হয়।

  এক্সিশনাল বায়োপসিঃ এটি সফট টিস্যু টিউমারের জন্য উপযুক্ত পরীক্ষা পদ্ধতি। এর দ্বারা স্বাভাবিক টিস্যু দিয়ে ঘেরা টিউমার টিস্যুকে কেটে নিয়ে পরীক্ষা করা সম্ভব হয়।

  সফট টিস্যু টিউমারের উৎস অনেক জটিল হয়ে থাকে তাই সফট টিস্যু টিউমার নির্ণয়ের জন্য সময় ইম্যুনো হিস্টোকেমিস্ট্রি বা ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ব্যবহৃত হয়।

  মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর বিশেষজ্ঞগণ পরামর্শ দেন, সফট টিস্যু টিউমার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে এর চিকিত্সায় ভাল ফলাফল পাওয়া যেতে পারে। অতএব, সফট টিস্যু টিউমার ধরা পড়ার সাথে সাথে হাসপাতালে নিয়মিত পরীক্ষা এবং চিকিত্সা করার জন্য অবিলম্বে যাওয়া উচিত।


scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত