>
>
>

কোলন ক্যান্সারের লক্ষনঃ

  কোলন ক্যান্সার দেহের হজম গ্রন্থির মধ্যে গঠিত হওয়া সাধারন ম্যালিগন্যান্ট টিউমারের কারনেই হয়ে থাকে যা দেহের জন্য হুমকি স্বরূপ। প্রাথমিক অবস্থায় কোন ক্যান্সার উপসর্গের লক্ষণ না থাক্লেও ধীরে ধীরে তা দেহকে নাজুক করে দেয়।
  
  (১) পেটের ব্যাথা এবং হজম তন্ত্রের উপসর্গঃ অধিকাংশ কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীদের পেটে ব্যাথা বা অসহনীয়তা লক্ষ্য করা যায়। পার্শ্ব পেটে স্ফীতি, বমি বমি ভাব, খাবার খাওয়ার পর বমি, ডায়রিয়া এর মত উপসর্গ দেখা যায়। এর ফলে অন্ত্রের প্রাচীরে দীর্ঘস্থায়ী ছিদ্র বা ফোড়া হতে পারে।
  
  (২) গর্ভ ভরঃ এটি অনিয়মিতভাবে কোলন ক্যান্সার এবং  মলাশয় ক্যান্সারের ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
  
  (৩) পেটের উদ্বাসন অভ্যাস এবং বিষ্ঠা আকৃতির পরিবর্তনঃ এর কারনে পেটে উদ্বাসন অভ্যাসে বিস্তর পরিবর্তন ঘটে,ক্ষত বা সংক্রমণ, কোষ্ঠকাঠিন্য, শূলবেদনা,মলত্যাগে সমস্যা, মলদ্বার জ্বালা করা, মলের সাথে রক্ত পড়া সহ নানান সমস্যা দেখা যায়।
  
  (৫) দীর্ঘস্থায়ীভাবে মাথা ব্যথা, অ্যানায়েমিয়াঃ টিউমারের উপরিভাগে আলসারের মত কোন আক্রমণ হলে মলাশয়ে অবিরত রক্তক্ষরণ ঘটে। এতে করে রোগীর শরীরের ওজন কমে যায়,রোগী অপুষ্টিতে ভোগেন, রোগীর এডিমা,হেপাটোমেগ্যালি,এসিটেস,হাইপ্রোটেইনেমিয়া ইত্যাদি রোগে ভোগার মত উপসর্গও দেখা দেয়। রোগীর দেহে অভ্যন্তরীণ ভগন্দর দেখা দিতে পারে।
  
  কোলন ক্যাসারের এসকল উপসর্গ দেখা গেলে বা কোন ধরনের দ্বিধা থাকলে মডার্ন ক্যান্সার হসপিটালের বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। রোগের নির্নয় ব্যবস্থা বা ডায়াগনোসিস এর মাধ্যমে চিকিৎসার ফলে রোগীর জীবনের ঝুঁকি কমাতে বা অবস্থার উন্নতিতে আমরা সার্বিক চেষ্টা করে থাকি।
scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত