>
>

পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে

  

      পেট/ সিটি হল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মেডিকেল ইমেইজিং ডিভাইস যা ছবির সাহায্যে কোষের বিভিন্ন ফাংশন ও বিপাক প্রক্রিয়া এবং কোন অস্বাভাবিকতা থাকলে তা তুলে ধরে। এটি হাই রিসোল্যুশন ও সেন্সিটিভিটি বিশিষ্ট যা অতি ক্ষুদ্র ক্যান্সার কোষকেও সনাক্ত করতে পারে এছাড়া ভবিষ্যতে ক্যান্সার হতে পারে এমন স্থান এটি আগে থেকেই সনাক্ত করতে পারে। এটি রোগ সনাক্ত করতে ও চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে সাহায্য করে।

  মূল বিষয়ঃ টিউমার সেলের অনিয়ন্ত্রিত বর্ধনের ফলে ডিএনএ এর সংশ্লেষণ এবং কিছু মেটাবলিক উপাদান যেমন অ্যামাইনো এসিড, গ্লুকোজ ইত্যাদির সংশ্লেষণও বেড়ে যায়। টিস্যুর স্বাভাবিক বিপাক প্রক্রিয়ায় এটি বড় ধরণের একটি পরিবর্তন। পেট/ সিটি এর সাহায্যে টিউমার টিস্যু এবং স্বাভাবিক টিস্যুর বিপাক ও বিভাজন প্রক্রিয়ার পার্থক্য সনাক্ত করা যায় ফলে ক্যান্সার ও টিউমারের ধরণ কি এবং কি চিকিৎসা নিতে হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়।

  যেভাবে পেট/সিটি করা হয়ঃ

  পরীক্ষার অন্তত ৬ ঘণ্টা আগে থেকে কিছু খাওয়া যাবে না এবং কোন ধরণের এক্সারসাইজ করা যাবে না। পরীক্ষাটির আগে নার্স রোগী ওজন ও উচ্চতা পরিমাপ করেন এবং এরপর পরীক্ষাটি সম্পন্ন করা হয়। পরীক্ষা শেষে ডক্টর রোগীর কাছ থেকে তার মেডিকেল হিস্ট্রি জেনে নেন এবং রক্তের গ্লুকোজ পরীক্ষা করেন। পিডিজি ইঞ্জেকশনের পর রোগীকে ৪৫ মিনিত বিশ্রামে থাকতে হয়। এসময় বেশী কথা বলা যাবেনা এবং যত দূর সম্ভব কম হাঁটাচলা করতে হবে। পেট / সিটি পরীক্ষার ঠিক আগে প্রসাব করে পেট খালি করে নিতে হয় যাতে পেটে কোন প্রসাব জমা না থাকে। পরীক্ষাটি ৩০ মিনিটে সম্পন্ন হয় তবে সম্পূর্ণ শরীরের পেট /সিটি করার ক্ষেত্রে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে।

  সুবিধাঃ

  ১. এটি নিরাপদ ও ব্যথা মুক্ত এবং শরীরের কোন প্রকার ক্ষতি হয় না।

  ২. এটি উচ্চ নির্ভুলতা সম্পন্ন এবং অত্যন্ত সঠিকভাবে টিউমারের ধরণ, ক্যান্সার আছে কিনা এবং ক্যান্সার ছড়িয়ে পড়েছে কিনা ইত্যাদি সনাক্ত করতে পারে।

  ৩. এই একটি পরীক্ষার মাধ্যমে অনেক রোগ সনাক্ত করা যায় বিধায় সাশ্রয়ী।

  নরমাল টিউমার সনাক্ত করার ক্ষেত্রে পেট/সিটি এর সঠিকটাঃ

টিউমারের ধরণ

সঠিকটা

ফুসফুস ক্যান্সার

৯৪%

কলোরেক্টাল ক্যান্সার

৯০%

মেলানোমা

১০০%

লিম্ফমা

৯৫%

ব্রেস্ট ক্যান্সার  

৯০% 

পেট ক্যান্সার

৯০% 

জরায়ু ক্যান্সার

৯০%

  ( সূত্রঃতিনটি চাইনিজ পাবলিক হসপিটালের পরিসংখ্যান তথ্য অনুযায়ী )

  যেসব ক্ষেত্রে পেট/সিটি পরীক্ষাটি করা হয়ঃ

  ১. পেট/ সিটি ক্যান্সার নির্ণয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এর সাহায্যে প্রাথমিক পর্যায়ের ক্যান্সার ও সনাক্ত করা যায়।

  ২. টিউমার কোন স্টেজে আছে তা এই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়।

  ৩. সার্জারি ও কেমোথেরাপির পর রোগীর শারীরিক অবস্থা কি পর্যায়ে আছে তা নির্ণয় করতে এটি ব্যবহার করা হয়।

  ৪. শরীরের কোন স্থানে রেডিও থেরাপি দেওয়া হবে তা সনাক্ত করতে এটি সাহায্য করে।

  যাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি কর হয়ঃ

  ১. যাদের টিউমার মার্কার অস্বাভাবিক।

  ২. রোগীর ফ্যামিলি তে টিউমারের হিস্ট্রি থাকলে।

  ৩. যারা বিভিন্ন ক্যান্সার উদ্দীপক পদার্থের সংস্পর্শে কাজ করেন।

  ৪. শরীরে কোন টিউমার থাকলে।

  ৫. যাদের বয়স ৩০ এর উপরে এবং যারা হেলথ্‌ এক্সামিনেশন করাতে চান।

scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত