>
>
>

বাংলাদেশী সাংবাদিক গ্রুপের কার্যকলাপ ও বিশেষ অবদান বাংলাদেশী সাংবাদিক গ্রুপের মডার্ন ক্যা

  ২১ সেপ্টেম্বর ২০১২, বাংলাদেশী ৬ সদস্যের একটি মিডিয়া গ্রুপ মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তারা হসপিটালের পরিচালক ওয়াং হুয়াই জং , উপ-পরিচালক লিন জাও হুয়া, মেডিকেল পরিচালক ছেন পিন, অনকোলজি পরিচালক ফং সিয়াও চি এর সাথে সাক্ষাৎ করেন এবং হসপিটালের মেডিকাল গ্রুপের ক্যান্সার চিকিৎসার বিভিন্ন সাফল্য পর্যবেক্ষণ করেন।

  এবার বিদেশি মিডিয়া গ্রুপ চায়না বোআই মেডিকাল গ্রুপের মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ সফর করেন এবং “ সীমানা পেরিয়ে চিকিৎসা ” এই উক্তি আন্তর্জাতিক মিডিয়ার কাছে পরিচিতি পায়। আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিদের সাথে আলাপকালে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ আশা প্রকাশ করে যে পৃথিবীর সকল ক্যান্সার রোগী এই হসপিটাল সম্পর্কে জানবে এবং ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ হিসেবে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ অগ্রাধিকার পাবে।

  বাংলাদেশের মিডিয়া গ্রুপের মধ্যে রয়েছে দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, এন টি ভি, বাংলা নিউজ২৪ ডট কম, দৈনিক নয়া দিগন্ত এর ৬ জন নামকরা সাংবাদিক। তারা মডার্ন ক্যান্সার হসপিটালের বিভিন্ন চিকিৎসা প্রযুক্তি যেমন, ডি এস এ রুম, সি টি রুম, ক্রায়োথেরাপি রুম, পার্টিকেল প্রতিস্তাপন রুম, স্টিম সেল থেরাপি রুম সহ বিভিন্ন রুম পরিদর্শন করেন এবং মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর আধুনিক ক্যান্সার চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন। এছাড়াও তারা রোগীদের ভি আই পি রুম, রোগীদের বিনোদন রুম, রোগীদের রান্না ঘর,এবং মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর হোটেল ঘুরে দেখেন। এ সময় তারা রোগীদের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যান, সেখানে দেয়ালের আকর্ষণীয় ছবিগুলো তাদের দৃষ্টি আকর্ষণ করে। তারা ওয়ার্ডে রোগীদের হাসিভরা মুখ দেখতে পান যা ছিল মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর প্রতি ধন্যবাদ সূচক হাসি। এসময় রোগী, ডাক্তার এবং নার্সদের মধ্যকার বন্ধুসুলভ সম্পর্ক তাদেরকে মুগ্ধ করে। হসপিটাল ভিজিট শেষে সাংবাদিকগণ মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর ১৩ রকম আধুনিক চিকিৎসা পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এরপর পরিচালক ওয়াং হুয়াই জং , মেডিকাল পরিচালক ছেন পিন( প্রফেসর) এর সাথে ১৩ রকম আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করেন এবং মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন।

  বাংলাদেশী মিডিয়া গ্রুপ এবং মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর ম্যানেজমেন্ট বিভাগ

  

বাংলাদেশী মিডিয়া গ্রুপ এর মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ পরিদর্শন

  

দেয়ালের রকমারি ছবির প্রতি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ

scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত